December 27, 2024
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুপ্রিম কোর্টে মামলার দ্রæত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি তাঁর এই সন্তোষের কথা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দিন থেকে ঝুলে থাকা অনেক মামলার দ্রæত নিষ্পত্তির ফলে ইতোমধ্যে বিচার প্রার্থীদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এ প্রক্রিয়া বিচার প্রার্থীদের বিচার পাওয়াকে নিশ্চিত করবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে একথা বলেন।
রাষ্ট্র প্রধান আশা প্রকাশ করেন যে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা যেন অটুট থাকে সে জন্য বিচারপতি ও সংশ্লিষ্ট অন্যেরা সজাগ থাকবেন। বৈঠকে প্রতিনিধিদল সুপ্রিম কোর্টের কৌশলগত পরিকল্পনা ও হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা নিষ্পত্তির অগ্রগতিসহ বিচার বিভাগের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের প্রকাশনা রাষ্ট্রপতির হাতে তুলে দেন। মপ্রতিনিধি দলে ছিলেন বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *