রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক
কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. তাজুল ইসলাম (৪৮) নামে এক প্রতারককে আটক করেছেন কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. তাজুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরই-কোনাডাংগর এলাকায় বসবাস করে আসছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন জানান, আটক তাজুল কথনো সংসদ সদস্য অথবা রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে বিভিন্ন অফিসে তদবির করে মানুষদের প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে বিকেলে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।