রাষ্ট্রপতিকে খুবির ৬ষ্ঠ সমাবর্তনে সভাপতিত্ব করার আমন্ত্রণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবর দুপুরে বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সাক্ষাতকালে উপাচার্য আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এসময় রাষ্ট্রপতি সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের খোঁজ-খবর নেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, বিএসপি, এনডিসি, পিএসসি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলম কুদ্দুস এসময় উপস্থিত ছিলেন।