রাশিয়ায় বিরল সফরে সিআইএ পরিচালক
রাশিয়ায় বিরল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই তার এ সফর।
পারস্পরিক অবিশ্বাস এবং নানা বিষয় নিয়ে বিরোধের মধ্যেও উভয় পক্ষই যে আলাপ-আলোচনা চালিয়ে যেতে চায়, উচ্চ-পর্যায়ের এ সফরের মধ্য দিয়ে সে বিষয়টিই সামনে এল।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে বার্নস ঊধ্র্বতন মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গল এবং বুধবারের সফরে মস্কোয় গেছেন।
তিনি বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ সরকারের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন তারা।”
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিল বলেছে, বার্নস এই কাউন্সিলের সেক্রেটারি এবং রাশিয়ার এফএসবি গোয়েন্দা সার্ভিসের সাবেক প্রধান নিকোলাই পাত্রুশেভের সঙ্গে কথা বলেছেন। কোনও পক্ষই আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। তবে দুই দেশের সম্পর্কে নিরাপত্তার বিষয়টি নিয়ে সমস্যা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাইবার হামলা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার সমর্থন, রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির জেল, ইউক্রেইনের প্রতি রাশিয়ার আচরণ, ক্রিমিয়া উপদ্বীপ দখল- এমন নানা বিষয় নিয়ে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে রুশ-মার্কিন সম্পর্ক তলানিতে ঠেকেছে।
গতমাসেও বাইডেন আলোচনার জন্য এক রাশিয়ান বিশেষজ্ঞকে মস্কোয় পাঠিয়েছিলেন। তবে সে আলোচনায় তেমন কোনও অগ্রগতি হয়নি। এর আগে জুনে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনেভায় একটি সম্মেলনে দেখা করেছিলেন।
সে সময় বাইডেন বলেছিলেন, দুইদেশের মধ্যে অর্থবহ একটি কৌশলগত আলোচনা হতে পারে কিনা সে সম্ভাবনা খতিয়ে দেখতে ৬ মাস থেকে একবছর সময় লাগতে পারে।
রুশ প্রেসিডেন্ট পুতিন ঘন ঘনই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এসেছেন। তবে গতমাসে তিনি বলেন, বাইডেনের সঙ্গে তার একটি গঠনমূলক সম্পর্ক গড়ে উঠেছে। ক্রেমলিন বলেছে, এ বছর দুইপক্ষের মধ্যে আরও একটি বৈঠক হওয়ার বাস্তব সম্ভাবনা আছে।