রাশিয়ায় এফএসবি সদরদপ্তরে বন্দুকধারীর হামলায় নিহত ১
রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির সদরদপ্তরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর মস্কোর কেন্দ্রস্থলে এ হামলা হয় বলে জানিয়েছে বিবিসি।
স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে এফএসবি ভবনের প্রবেশপথে থাকা মানুষজনের ওপর নির্বিচারে গুলি চালানো হামলাকারী পরে সশস্ত্র এক নিরাপত্তা কর্মকর্তার গুলিতে নিহত হন বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে পথচারীদের বিভিন্ন ভবনের ভেতর নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে শুরু হওয়া এ হামলার বিস্তারিত জানা যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে হামলার সময়কার গোলাগুলির শব্দ শোনা গেছে।
প্রাথমিক খবরে তিন বন্দুকধারী নিরাপত্তা সংস্থাটির সদরদপ্তরে হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানালেও পরে এফএসবি তা অস্বীকার করে।
অসমর্থিত বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রুশ গণমাধ্যমের ওই প্রাথমিক খবরগুলোতে হামলাকারীদের মধ্যে দুজন এফএসবি কার্যালয়ের লবিতে এবং কাছাকাছি একটি ভবনে পালিয়ে যাওয়া অন্যজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানানো হয়েছিল।
বন্দুকধারীদের হামলায় দু্ই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানায় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এফএসবি পরে তাদের এক কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যমগুলো।