রামপাল প্রেসক্লাবের শোক বিবৃতি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় বাগেরহাটের সি,এÐ,বি বাজার প্রতিনিধি পংকজ কর্মকারের অকাল মৃত্যুতে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গতকাল রামপাল সদরে বিকাল সাড়ে ৩টায় রামপাল উপজেলা প্রেসক্লাবের এক সভায় তার বিদেহী আত্মার মাগফেরত কামনা করে বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতিদাতারা হলেন রামপাল প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও কালের কণ্ঠের রামপাল প্রতিনিধি হাওলাদার আঃ হাদি, সাধারণ সম্পাদক দৈনিক নিউনেশন প্রতিনিধি সাইফুল আলম বকতিয়ার সহ শেখ হাফিজুর রহমান, রবিউল ইসলাম, খৈয়াম হোসেম খিজির, মোঃ বাকি বিল্লাহ, ফকির আতিয়ার রহমান, শুভ্র ঢালী, অমিত পাল, আঃ হাকিম, চয়ন মÐল, ইয়াছিন রাজু, শেখ আব্দুল্লাহ প্রমুখ।