রামপাল উপজেলা আ’লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। গতকাল শুক্রবার সকাল ৯ টায় রামপাল সদরে তিনি আওয়ামী লীগের নিজস্ব জায়গায় ৩ তালা বিশিষ্ঠ আওয়ামী লীগ অফিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য অসীত কুন্ডু, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরাফাত হোসেন কচি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউর ইসলাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাবেক অধ্যাপক আলহাজ আকবর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।