রামপালে স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী উদযাপন
রামপাল প্রতিনিধি
যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে রামপালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রজত জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় এক শোভাযাত্রা বের করা হয়। এরপর রামপাল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভপতি সরদার বোরহান উদ্দি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সেখ মোজাফ্ফর হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নাজমুল হাসান সোহাগ ও আলহাজ্ব শরীফুল ইসলাম, শাকিল সেখ, ছাত্রলীগের মোঃ আবুবকর, আছাবুর রহমান সোহাগসহ রামপালের ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল।