রামপালে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অবহিতকরণ সভা
রামপাল প্রতিনিধি
গতকাল সোমবার দুপুর ১টায় ওয়ার্ড ভিশন, রামপাল’র আয়োজনে শিশুর প্রতি সহিংসতা বন্ধে রিপোর্ট এ্যান্ড মেকানিজম তেরী বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। রামপাল কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল আলম বকতিয়ারের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাজাহান মিঞা ও ওয়ার্ড ভিশনের রিজিওনাল এ্যাডভোকেসী এ্যান্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর সুরভী বিশ্বাস।
এছাড়া রামপালের বিভিন্ন বিভিন্ন কলেজ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন। একজন শিশু যেন বিদ্যালয় সহ সব স্থানে কিভাবে নিরাপদ থাকতে পারে, সভায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।