December 23, 2024
আঞ্চলিক

রামপালে মিথ্যা সংবাদ প্রকাশ ও হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

 

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে অহেতুক হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার রামপাল সদর হোটেল কিছুক্ষণের হল রুমে বিকাল ৩টায় আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে রামপাল উপজেলা হোগলডাঙ্গা গ্রামের আঃ জলিল মলঙ্গীর ছেলে জিল্লুর রহমান মলঙ্গী তার লিখিত বক্তব্যে বলেন আমি হোগলডাঙ্গা মৌজায় ২৩৪ নং দাগে ২০১০ সালে জানুয়ায়ী মাসে ২ বিঘা জমি ওই মৌজার মরহুম কাওছার আলী পাটোয়ারীর পূত্র আনোয়ার হোসেন পাটোয়ারীর কাছ থেকে ক্রয় করে ভোগদখল করে আসছি। গত বছর আনোয়ার পাটোয়ারীর চাচাতো ভাই আঃ হালিম পাটোয়ারী ওই জমি তার দাবী করে জমি দখলের চেষ্টা করছে। সম্প্রতি উপজেলার ধলদাহ গ্রামের রাজু শেখ ও মাসুদ শেখ সহ চার জনের নামে গতবছরের ৬ জুন একটি মামলা করে। আঃ হালিম পাটোয়ারী আমাকে ওই মামলায় আসামী করতে না পারলেও ষড়যন্ত্র করে ওই মামলায় আমাকে চার্জশীটভূক্ত আসামী করা হয়। পুলিশ আমাকে আটক করে জেল হাজতে পাঠায়। আমি জামিন নিয়ে মুক্ত হয়ে এসে এই সংবাদ সম্মেলন করছি। আমি কোন ইয়াবা ব্যবসার সাথে জড়িত নই। অথচ আমাকে ইয়াবাসহ আটক করা হয়েছে এমন খবর দৈনিক প্রবাহ পত্রিকায় পত্রিকায় ছাপা হয়। আমি এতে মর্মাহত ও অপমানিত। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমি সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানাচ্ছি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *