রামপালে ভূমি দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রামপাল প্রতিনিধি
রামপালে বিএনপি নেতা হালিম পাটোয়ারীর বিরুদ্ধে জোর পূর্বক ঘের দখল করে জমি চাষ ও মারধর করার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় রামপাল প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কওছার উদ্দিন পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন পাটোয়ারী তার লিখিত বক্তব্যে বলেন, আমার মাতৃকুলীয় সম্পত্তি হোগলডাঙ্গা মৌজার বি.আর.এস.৩৮১ নং খতিয়ানের ৮৪৯ নং দাগের ০.৬১ একর জমি যা আমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছি। হঠাৎ করে গত ২ ফেব্রæয়ারী হালিম পাটেয়ারী ও সংগীয় লোকজন আমার ঘেরে জোর পূর্বক জমি চাষ করিতে গেলে আমি বাধা দিই। ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে ঘেরের বাসাঘর ভেঙ্গে দেওয়া হয়। আমি নিরুপায় হয়ে গত ৩ ফেব্রæয়ারী আদালতে একটি মামলা দায়ের করি। শান্তি শৃংঙ্খলা রক্ষার জন্য আদালত পুলিশকে নির্দেশ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।