January 9, 2025
আঞ্চলিক

রামপালে বিএনপি নেতা আক্তারের জানাজা সম্পন্ন

রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাজা মঈন উদ্দিন আক্তার এর জানাজা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধা ৭টা ৩০ মিনিটে উজলকুড় ইউনিয়নের কদমদি গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ সোবহান এর পুত্র খাজা মঈন উদ্দিন আক্তার ভরসাপুর বাসস্টান্ডে কালভার্ট এর পাশে মিকাইল ফকিরের কৃষি পন্যের দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল এসময় পিছন থেকে এসে কয়েকজন সন্ত্রাসী বোমা হামলা চালিয়ে হত্যা করে। গতকাল শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে সোনাতুনিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ সম্পন্ন হয়।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-প্রচার সম্পাদক মোঃ শমীমুর রহমান শামীম, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জান মনি, খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনা, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা রাজু, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান তুহিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জামিল হাসান জামু, মোঃ নুরুল হক লিপনসহ অসংখ্য বিএনপি, আওয়ামীলীগ নেতা কর্মি ও সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *