রামপালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে উপমন্ত্রীর মতবিনিময়
রামপাল প্রতিনিধি
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রামপালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেসাবেক উপজেলা চেয়ারম্যান মোল্ল্যা আঃ রউফ, কে বক্তৃতা করেন বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আঃ গনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন, রামপাল থানার অফিসার-ইন-চার্জ শেখ লুৎফর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুল গাজী, শেখ মোহাম্মাদ আলী, মোঃ নুরুল আমিন, আব্দুল্লাহ ফকির, সরদার আঃ হান্নান ডাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, মোঃ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদি প্রমুখ।
এর আগে সকাল ৯টায় উপমন্ত্রী রামপাল সদরে শেখ রাসেল শিশু পার্কের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামপাল সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য, আলহাজ্ব অধ্যাপক মোল্যা আ: রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, যুবলীগের থানা সভাপতি নুরুল হক লিপন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মনির আহমেদ প্রিন্স, রামপাল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।