December 23, 2024
আঞ্চলিক

রামপালে ঘষিয়াখালী চ্যানেল থেকে অবৈধ জাল উদ্ধার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে ঘষিয়াখালী চ্যানেল থেকে অবৈধ বেবদী (বেহুন্দি) জাল উদ্ধার  করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল’র নির্দেশনায় এবং উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ’র নেতৃত্বে এ অভিয়ান পরিচালিত হয়।

এ সময় সিকিরডাঙ্গা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন ঘষিয়াখালী চ্যানেল এলাকা থেকে ৬০০মিটার নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়-যার পেছনের অংশে নেট জাল জুড়ে দেয়া হয়। এর আনুমানিক মূল্য ২লক্ষ ৪০হাজার টাকা। এরপর উদ্ধারকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঘষিয়াখালী চ্যানেল ও তৎসংলগ্ন খালে নেট জাল পেতে মাছ ধরার অভিযোগ ছিল। বহুদিন পরে এ ধরণের অভিযান পরিচালিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছ এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *