রামপালে কলেজ শিক্ষক ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা পর্যায়ে রামপাল সরকারী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং বাইনতলা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে।
গত শনিবার বিকাল ৫ টায় উপজেলার পবনতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় পবনতলা ফ্রেন্ডস বøাড ডোনার ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবনতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আনোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ আঃ মান্নান, প্রধান শিক্ষক বেল্লাল হোসেন, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আঃ হাদি, প্রধান শিক্ষক মল্লিক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান। এসময় সংবর্ধিত প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, মতলুব আহম্মেদ, তরফদার আঃ মান্নান, রবীন্দ্রনাথ মÐল, সাংবাদিক খৈয়ম হোসেন খিজির, রবিউল ইসলাম, শেখ হাফিজুর রহমান, নাজমুল ইসলাম, আঃ খালেক, রেজাউল করিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।