December 26, 2024
আঞ্চলিক

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারকে সংবর্ধনা

রামপাল প্রতিনিধি
রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে বুধবার বিকাল ৪টায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমে বলেঘাটা ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং সেখান থেকে মটরসাইকেল ও গাড়ী বহরসহ রামপালের উদ্দেশ্যে রওনা হন। পথে ফয়লা আছিয়া মাদ্রাসা, সুন্দরবন মহিলা কলেজ এর ছাত্রছাত্রী ও শিক্ষকগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান, তারপর তিনি রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বংগবন্ধুর প্রকৃতিতে মাল্যদান করেন ও মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, পরে ডাকবাংলা চত্তরে তাকে রামপাল থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন, পরে উপজেলা অডিটরিয়ামে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তর, সরকারী রামপাল কলেজ, রামপাল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংগঠন, রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সুধী সমাজের পক্ষ থেকে ফুলেল সংর্বধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এডিসি রাজস্ব মোঃ শাহিনুর রহমান, এডিশনাল এসপি মাহফুজ আফজাল, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, জেলা প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামিম নূরী, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, আঃ হান্নান ডাব্লিউ, মোহম্মদ আলী, তপন কুমার গোলদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, শ্রমিকলীগ সভাপতি আশরাফুল আজম, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মনির হোসেন প্রিন্স, রামপাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল আলম বকতিয়ার, সহ-সভাপতি ফকির আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *