December 22, 2024
আঞ্চলিক

রামপালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্যে বিশ্বাস করেনা

রামপাল প্রতিনিধি
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) বলেছেন, দেশাত্ববোধ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষা ব্যবস্থা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্যে বিশ্বাস করেনা। বরং আওয়ামী লীগ সরকারই এসব বৈষম্যের অবসান ঘটিয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফযিল (ডিগ্রী) মাদরাসার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সহসভাপতি আলহাজ্ব এস এম নূরুজ্জমান মঞ্জু , এতিমখনার সভাপতি আলহাজ্ব এস এম নূরুল হক কচি, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, অধ্যক্ষ আলহাজ্ব মকবুল হোসেন খান, উপাধ্যক্ষ। আলহাজ্ব মাওঃ ইউনুস আলী, শিক্ষক ইনামুল বাশার কুদরতী, সুলতানা হীরা, ছাত্র মোঃ শফিকুল ইসলাম, সুমাইয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান।
সভাপতির বক্তব্যে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক রামপাল মংলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সব ধরণের উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *