রামপালে উপমন্ত্রীকে উপজেলা ছাত্রলীগের সংবর্ধনা
রামপাল প্রতিনিধি
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রানালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রথমে উপজেলা ছাত্রলীগ পরে দশ ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল শুক্রবার সকাল ১০টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাদীর পরিচালনায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, আবু সিদ্দিক, শাহারিয়ার রুবেল, উত্তম চক্রবর্তী, মানস মন্ডল, কল্লোল বিশ্বাস, মানিক শেখসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী সহ ছাত্রছাত্রীবৃন্দ।