রামপালে আ’লীগের দলীয় টিকিট বিতরণ শুরু
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় টিকিট বিতরণ শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার উজড়কুড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এসব টিকিট বিতরণ করেন। প্রত্যেকটি ওয়ার্ড থেকে ১২০ জন পুরুষ ও ৩০ জন মহিলা সদস্যের মধ্যে এ টিকিট বিতরণ করা হয়।
উজড়কুড় ইউনিয়নের সোনাতুনিয়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শনিবার সকাল ৯টায় এ টিকিট বিতরণের কাজ শুরু হয় এবং এরপর একই ইউনিয়নের চাঁদপুর এলকা ও ফয়লাহাট এলাকায় টিকিট বিতরনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেখ আঃ ওহাব, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামিম নূরী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান আালহাজ্ব জামিল হাসান জামু, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।