রামপালে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
রামপাল প্রতিনিধি
রামপালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ,স্থানীয়রা গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় ফয়লাহাট খানজাহান আলী বিমানবন্দরের নিকটবর্তী রাস্তার পাশে লাশটি দেখতে পায়। এরপর তারা পুলিশে খবর দিলে ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তার গলা কাটা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রামপাল থানার ওসি লুৎফর রহমান জানান এখন পর্যন্ত লাশের কোন পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হবে বলে জানান তিনি।