রানু মণ্ডল ও হিমেশের গানচিত্র ‘তেরি মেরি কাহানি’ প্রকাশ
হিমেশ রেশমিয়ার সঙ্গে বহুল আলোচিত কণ্ঠশিল্পী রানু মণ্ডলের প্রতীক্ষিত মিষ্টি প্রেমের গান ‘তেরি মেরি কাহানি’র টিজার প্রকাশিত হলো। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
সামর্থ্য দেখালেন রানু মণ্ডল। প্রমাণ করলেন হিমেশ রেশমিয়া। ‘প্লাটফর্ম শিল্পী’ রানু মণ্ডলকে তুলে এনে তার সামর্থ্যকে প্রমাণ করেছেন হিমেশ রেশমিয়া। বুধবারে হিমেশের আগামী সিনেমা ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’র একটি গান ‘তেরি মেরি কাহানি’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার মাত্র দুই ঘণ্টায় সাড়ে চার লাখ ভিউ ছাড়িয়ে গেছে।