November 24, 2024
আন্তর্জাতিক

রানি এলিজাবেথকে বিশ্রামে থাকার পরামর্শ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে তাকে কোনো ধরনের সরকারি সফরে না যাওয়ারও অনুরোধ জানানো হয়। বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

এক বিবৃতিতে জানানো হয় যে, ৯৫ বছর বয়সী রানিকে যে কোনো হালকা দায়িত্ব পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিতে পারবেন তিনি। আগামী ১৪ নভেম্বর সিনোটাফে রিমেমব্রেন্স সানডে সার্ভিস অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি খুবই অধীর হয়ে আছেন।

উত্তর আয়ারল্যান্ডে সফর বাতিলের পর গত ২০ অক্টোবরে হাসপাতালে রানি এলিজাবেথের প্রাথমিক মেডিকেল চেকআপ করা হয়। গত মঙ্গলবার উইন্ডসর ক্যাসেল থেকে ভাচ্যুয়ালি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।

তিনি গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সিওপি২৬ সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে জানানো হয়েছে। তবে সম্মেলনে না থাকলেও তিনি ওই সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশে রেকর্ড করা ভিডিও বার্তা পাঠাবেন। গত শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত তার বক্তব্যটি রেকর্ড করা হয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দু’সপ্তাহ রানি এলিজাবেথকে হালকা কাজ, ডেস্কভিত্তিক দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ে ভার্চ্যুয়াল মিটিং করলেও তাকে কোনো সরকারি সফরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *