December 22, 2024
আঞ্চলিক

রানা রিসোর্টের প্রবেশ মূল্য ৩শ’র পরিবর্তে ২শ’ টাকা

দ: প্রতিবেদক

খুলনার রানা রিসোর্ট এন্ড এমিউজমেন্ট (ওয়ান্ডারফুল কিংডম) পার্কের প্রবেশ মূল্য ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প স¤প্রসারণে খুলনার রানা রিসোর্ট এন্ড এমিউজমেন্ট (ওয়ান্ডারফুল কিংডম) পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। গতকাল শনিবার দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়ায় অবস্থিত পার্কটিতে ঘুরতে এসে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সংসদ সদস্য তৌফিক বলেন, আমি আসলে হাওরের মানুষ। আমার যে নির্বাচনী এলাকা মেইনল্যান্ড থেকে বিচ্ছিন্ন। আমাদের ট্রলারযোগে সেখানে যেতে হয়। আমি যখন শুনলাম খুলনার বটিয়াঘাটায় একটি পার্ক হয়েছে আর যিনি করেছেন তার সাথে দীর্ঘদিনের আমার একটা মধুর সম্পর্ক রয়েছে তাই আমি এটা দেখার জন্য আমার ছেলেমেয়ে পরিবার নিয়ে এখানে এসেছি। ঢাকার ফ্যান্টাসি কিংডমের থেকে কোন অংশে কম নয় এটি। অত্যন্ত সুন্দর হয়েছে। এ এলাকাতে এত সুন্দর হতে পারে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। এখান থেকে সুন্দরবনের যখন লিংক হবে আমার মনে হয় ঢাকা থেকে অনেক মানুষ এখানে আসবে। এখান থেকে সুন্দরবনের যেতে পারবেন।

ওয়েষ্টার্ণ গ্রæপের চেয়ারম্যান ও পার্কের কর্ণধার এ.এস.এম আলাউদ্দিন ভূঁইয়া বলেন, এ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সম্মানে পার্কের প্রবেশ মূল্য ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। এছাড়াও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ পার্কটি ঘুরে দেখে বলেছেন যেখানে ৩০০ টাকা ঠিক আছে কিন্তু অত্র অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র। তারা যাতে এখানে সহজে ঢুকতে পারে সে হিসেবে প্রবেশ মূল্য একটু কমাতে বলেন। শুধুমাত্র এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে প্রবেশ ফি ৩০০ টাকা থেকে ২০০ টাকা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি. এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুসহ ওয়েষ্টার্ণ গ্রæপের কর্মকর্তারা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *