November 28, 2024
জাতীয়

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেওয়া জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা।

সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ।

আমিন উদ্দিন মানিক জানান, এ মামলায় ১৭ মে তাকে বিশেষ জজ আদালত জামিন দেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট নিয়মিত আদালত খোলার এক সপ্তাহের জন্য জামিনাদেশ স্থগিত করেন।

তিনি আরও জানান, সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাভার মডেল থানার মামলা করেন দুদকের উপপরিচালক মুহ. মাহবুবুল আলম।

এ মামলায় দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানান আমিন উদ্দিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *