রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ডেঙ্গুতে আক্রান্ত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম জানান, বৃহস্পতিবার রাতে পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি ধরা পড়ে। আশরাফুল বাসায় থেকেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি ঢাকায় নাকি রাজশাহীতে আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান বলেন, আশরাফুল দাপ্তরিক কাজে ঘন ঘন ঢাকা-রাজশাহী যাতায়াত করছিলেন। এরই মধ্যে তার সর্দি-কাশি ও জ্বর দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রাতে পরীক্ষার প্রতিবেদন আসার পর তার শরীরে ডেঙ্গু জীবাণুর উপস্থিতি নিশ্চিত হয়।
তবে এটি সংক্রমণের প্রাথমিক স্তর। তার অবস্থা আশঙ্কাজনক নয়। তিনি বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আশরাফুলকে তার সহকর্মীরা বাসায় দেখতে যান বলে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের একান্ত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু জানান। তিনি বলেন, মেয়র লিটন ফোন করে প্রধান প্রকৌশলীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।