January 12, 2025
জাতীয়

রাজশাহী ডিসির ‘ক্লোন করা’ মোবাইল নম্বর থেকে টাকা দাবি

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজশাহী জেলা প্রশাসকের নম্বর ‘ক্লোন করে’ বাগমারা উপজেলা চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করা হয়েছে। বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, তাকে একটি প্রকল্প দেওয়ার নাম করে রবিবার তার কাছে এক লাখ টাকা চাওয়া হয় ওই জেলা প্রশাসকের নম্বর থেকে।

অনিল সরকার বলেন, দুপুর ১২টার দিকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে জেলা প্রশাসকের নম্বর থেকে ফোন আসে। সেই নম্বর থেকে পরিচয় দিয়ে তার একটি ব্যক্তিগত নম্বর (০১৮৩০-৬৮৫০৬৮) দেন ওই ব্যক্তি পরে বিস্তারিত কথা বলার জন্য।

ফোনে যে কথা হয়েছে তার বিবরণে উপজেলা চেয়ারম্যান বলেন, আপনার ভাগ্য ভালো। আপনার জন্য একটা সুখবর আছে। আপনি কী চান? টিআর না কাবিখা? আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। তবে এর জন্য আপনাকে একটা তাড়াতাড়ি প্রকল্প দিতে হবে। সেই সাথে এর জন্য একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠাতে হবে আপনাকে।

অনিল কুমার সরকার আরও বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এটা শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে সঙ্গে বিষয়টি রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হককে জানান।

অনিল সরকার বলেন, যারা ডিসির ফোন নম্বর ক্লোন করে এরকম কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহŸান জানান। এদিকে, ঘটনাটি শোনার পর এ নিয়ে সবাইকে সতর্ক করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

তিনি তার ফেসবুকে পাতায় লেখেন, জেলা প্রশাসকের রাজশাহী অফিসের নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অন্যায় আবদার করা হচ্ছে। সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *