December 26, 2024
জাতীয়

রাজশাহীতে মাদক মামলার আসামি গুলিতে নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীর চারঘাট উপজেলায় মাদক মামলার এক আসামি গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ফজলুল হক (৪৫) উপজেলার রাওথা এলাকার ওহাব মুন্সীর ছেলে।
জেলার এএসপি আবদুর রাজ্জাক খান বলেন, রোববার গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। অন্য সবাই পালিয়ে গেলেও ফজলুল ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফজলুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত অন্তত ১০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএসপি রাজ্জাক বলেন, ঘটনার সময় চারঘাট থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *