November 24, 2024
জাতীয়

রাজশাহীতে মাইক্রোবাস চাপায় ব্র্যাক স্কুলের দুই ছাত্র নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের চাপায় ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্কুলের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে পঞ্চম শ্রেণির পড়ুয়া দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাওয়ার পথে উপজেলার গোদাগাড়ী-আমনূরা সড়কের সাধুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত সোহাগ আলী (১২) উপজেলার রাতাহারি গ্রামের হামিদুর রহমানের ছেলে এবং সুমন আলী (১১) আলমগীর হোসেনের ছেলে। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাইক্রোবাসটি না থামিয়ে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।

ওসি জানান, দুইটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাসটিকে শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *