রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত
রাজশাহীতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত আটদিন আগে তিনি ঢাকার শ্যামলী থেকে গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায় এসেছেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে শনিবার (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়।
পরীক্ষা শেষে রোববার (১২ এপ্রিল) বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। এটিই রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত। আক্রান্ত ব্যক্তি বর্তমানে পুঠিয়ায় নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
ওই ব্যক্তির বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের সব সদস্যকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এলাকায় মাইকিং করে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকাও তৈরি করেছে প্রশাসন। তাদেরও লকডাউনের মধ্যে রাখা হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, ‘এ ধরনের খবর শুনেছেন। বর্তমানে তারা এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু করেছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন সিভিল সার্জন।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকার শ্যামলীতে দর্জির দোকানে কাজ করতেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জনের সঙ্গে তার কথা হয়েছে। বর্তমানে ওই করোনা আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। এজন্য তাকে নিজ বাড়িতেই রেখে চিকিৎসা দেওয়া হবে। সেইসঙ্গে তার বাড়ির অন্যান্য সদস্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।