রাজশাহীতে তেলের দোকানে আগুন লেগে দগ্ধ ৩০
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীর বাঘা উপজেলায় জ্বালানি তেলের দোকানে আগুন লেগে ৩০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের স্টেশনের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে মনির হোসেন নামে এক ব্যক্তি দোকানে অগ্নিকাÐের এ ঘটনা ঘটে। ওই দোকানে ডিজেল, কেরোসিন ও পেট্রোল বিক্রি হত।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোশারফ বলেন, আগুন লাগার পর তেলের ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে-বসে থাকা লোকজন এবং আগুন নেভাতে যাওয়া লোকজন দগ্ধ হন। তাদের মধ্যে দুইজন ফায়ার সার্ভিসকর্মীও আছেন। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আক্তারুজ্জামান বলেন, তাদের হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, তাদের হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আশঙ্কামুক্ত। তবে কিভাবে আগুন লাগল বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোশারফ বলেন, আগুনে তেলের দোকান এবং যে বাড়িতে দোকানটি ছিল সেই পুরো বাড়িটি পুড়ে গেছে বলে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।