রাজশাহীতে তরুণকে গলা কেটে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরে ‘পূর্বশত্রæতার জেরে’ এক তরুণ খুন হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিদাসখালি চরের সরিষাক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন। নিহত জাকির হোসেন (২২) ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
খালেক বলেন, জাকির শুক্রবার সন্ধ্যার পর অসুস্ততার কথা বলে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। রাত সাড়ে ১১টা পর আশাপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। সকালে তারা এলাকাবাসী কাছে গলাকাটা লাশ পড়ে থাকার খবর পান। ঘটনার তিন দিন আগে পাশের দাদপুর গ্রামের এক ব্যক্তির সঙ্গে জাকিরের বিবাদ হয়েছিল বলে তিনি জানান।
ওসি নজরুল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পূর্বশত্রæতার জেরে হত্যাকাÐের এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসি বলেন, পুলিশ পরিবারের সদস্য ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। জাকির বা তার পরিবারের সঙ্গে কারও বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।