রাজশাহীতে ট্রাক চাপায় ৩ বাইক আরোহী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহী নগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হড়গ্রাম এলাকায় কোর্ট স্টেশন মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন নগরীর গুড়িপাড়ার মাহাদুর আলীর ছেলে সাগর (২২), মৃত মিঠুর ছেলে রকি (২০) ও সম্রাটের ছেলে নাফিজুল (২০)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মালবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী নগরীর দিকে যাচ্ছিল। তিন আরোহীসহ মোটরসাইকেলটি নগরের গুড়িপাড়ার দিকে যাচ্ছিল।
এ সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের তিন আরোহী ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলে রকি ও নাফিজুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পর সাগরের মৃত্যু হয়।
কুদ্দুস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে।