রাজবাড়ীতে ৭০ হাজার ডলারসহ দুই যুবক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজবাড়ীতে ৭০ হাজারের বেশি মার্কিন ডলারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুরিশ। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, সদর উপজেলার বাগমারা এলাকায় আগের রাতে এক তলাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পারভেজ মিয়া টাংগাইল জেলার কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে এবং শওকত আলী ও মানিকগঞ্জ জেলার খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে।
সালাহউদ্দিন বলেন, তলাশি অভিযান পরিচালনার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহনের একটি বাস থেকে নেমে আসা যাত্রী পারভেজ মিয়া ও শওকত আলীকে আটক করা হয়। তাদের পরনে থাকা প্যান্টের মধ্য থেকে ৭০ হাজার ৬শ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।