রাজবাড়ীতে মাদ্রাসা শিক্ষককে গুলি করে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজবাড়ীর পাংশা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাদরাসা শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কসবামাঝাইলইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান। নিহত আসাদুল খান ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কশবামাজাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী জজ আলীর দলের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। ভোরে ভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে কামরুজ্জামানের পক্ষের আসাদুল নিহত হয় বলে জানান তারা। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি বলে জানান তিনি।