রাজবাড়ীতে বাস খাদে পড়ে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান। নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দী গ্রামের বাসবাড়ি এলাকার বাদশা প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (২২) ও সাহেব আলীর ছেলে জালালউদ্দিন প্রামাণিক (২৮)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বলেন, হতাহতরা সবাই একটি মিনি বাসে করে বগুড়া থকে রাজবাড়ীতে বালিয়াকান্দির রসুলপুরে ওরশে যাচ্ছিল। পথে একটি মাইক্রোবাসকে পাশ কাটাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।