রাজবাড়ীতে বাবা-ছেলেসহ ৫ জন কোয়ারেন্টিনে
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইটালিফেরত বাবা-ছেলেসহ এক পরিবারের পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা জঙ্গল ইউনিয়নের বাসিন্দা বলে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান।
ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম বলেন, গত ২ মার্চ বাবা ও ছেলে ইটালি থেকে দেশে ফিরেছেন। সোমবার বিষয়টি জানতে পেরে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ নেই। তারপরও অধিকতর নিরাপত্তার স্বার্থে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে তাদের পরিবারের অপর দুই সদস্য ও গৃহকর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যেই সাত দিন পার হয়েছে। বাকি সাত দিন তারা বাড়ির বাইরে বা কারও সংস্পর্শে যেতে পারবেন না। তাদের বাড়ির আশপাশে গ্রাম পুলিশ দিয়ে পাহারা বসানো হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে এখন পর্যন্ত এধরনের কোনো রোগী আসেনি। তবে আমরা হাসপাতালে প্রস্তুতি নিয়ে আছি। বিদেশ থেকে কেউ জেলায় প্রবেশ করলে তারা অন্তত ১৪ দিন যেন বাড়ির বাইরে না যায় এবং কারও সঙ্গে চলাফেরা না করে সে ব্যাপারে আমরা সজাগ আছি। তিনি বিষয়টি নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।