January 20, 2025
আন্তর্জাতিককরোনা

রাজনৈতিক চাপে ভ্যাকসিনের সময় নির্ধারিত হবে না: ডা. ফউসি

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় রয়েছে হোয়াইট হাউস। তবে নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের ওপর কোনও ধরনের রাজনৈতিক চাপ নেই বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি।

বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. ফউসি বলেন, ‘আমি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এ সিদ্ধান্তে রাজনৈতিক বিষয়াদিকে হস্তক্ষেপ করতে দেবেন না।’

করোনা ভ্যাকসিন উন্মুক্তকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিস্তারিত আলোচনা করেছি। নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চয়তা দিয়েছেন, এক্ষেত্রে সুরক্ষা ও কার্যকারিতাই প্রধান বিবেচ্য বিষয় হবে।’

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জনপ্রিয়তায় ভাটা পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সব জরিপেই তার চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এ কারণে নির্বাচনের আগেই করোনা ভ্যাকসিন বাজারে এনে জনগণের মন জিততে চান ট্রাম্প।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ডা. ফউসি বলেন, ‘আমি জানি হোয়াইট হাউস কী দেখতে চায়। তবে এই মুহূর্তে আমরা যা করছি তা থেকে ভিন্ন কিছু করতে চাপপ্রয়োগের কোনও লক্ষণ দেখছি না।’

বিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই সেখানে প্রায় ৫০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ৬০ হাজারেরও বেশি। সংক্রমণ বাড়তে থাকায় সম্প্রতি অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *