রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীতে পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আট মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (এডিসি-ডিবি) আবদুল বাতেন। আটকরা হলেন- মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ রঞ্জু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহজাহান, শাহিদা বেগম, ইউনুছ মিয়া, মোছা. শাহনাজ বেগম মারিয়া আক্তার রিনা।
সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর শাহ আলী ও মিরপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ৩০ হাজার পিস ইয়াবা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।