রাজধানীতে হিরোইন মামলায় দুই আসামির যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর কদমতলী থানার মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীকন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার-৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরে আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার নাগেরহাট গ্রামের নবী হোসেনের ছেলে শফিক মোলা ও একই জেলার টংগীবাড়ী থানার নিমতলী এলাকার মৃত নূর ইসলাম বেপারীর ছেলে পাপ্পু।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা গত ২০১৭ সালে ১লা আগস্ট কদমতলী থানার বাগিচা এক নং গেট জাহাঙ্গীরের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হিরোইন বিক্রির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামি শফিক মোলার কাছ থেকে ১২০ গ্রাম ও আসামি বাপ্পীর কাছে ২৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলার বিচার চলা কালে পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।