December 22, 2024
জাতীয়

রাজধানীতে রেললাইন থেকে ২ যুবকের লাশ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের কাছে রেল লাইনের উপর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মদনমোহন সুত্রধর (২৫) একজন গৃহনির্মাণ শ্রমিক; থাকেন ভাটারা এলাকায়। আনুমানিক ২২ বছর বয়সী অপরজনের পরিচয় মেলেনি। তার পরণে সাদা ফুল শার্ট, ভেতরে কমলা টিশার্ট ও ছাই রঙা জিন্স প্যান্ট ছিল। গতকাল সোমবার প্রায় পাঁচঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ক্রসিং ও স্টেশন লাগোয়া আশকোনা ক্রসিং থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে পুলিশের এএসআই মহিউদ্দিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে খিলক্ষেত ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মদনমোহনের মৃত্য হয়। এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল পেয়ে আশকোনা রেল গেইট থেকে অজ্ঞাতপরিচয় যুবকটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া দুজন কোন ট্রেনের ধাক্কায় মারা গেছেন সে বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান এই পুলিশ সদস্য।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *