December 23, 2024
জাতীয়

রাজধানীতে রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর মুগদার মান্ডায় মায়ের সামনে রিকশার ধাক্কায় শিমন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মুমুর্ষূ অবস্থায় মা কলি আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টার দিকে শিমনকে মৃত ঘোষনা করেন।
মা কলি জানান, দুপুরে তিনি শিশুটিকে নিয়ে বাসার অদূরে মেইন রোড পার হয়ে কলা আনতে যাচ্ছিলো। এসময় শিশুটি আগেই দৌড়ে পার হতে গেলে একটি অটো রিকশা শিশু রিমনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে দ্রæত মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনিত হলে বিকেলে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শিমন ফরিদপুর বোয়ালমারি উপজেলা বাদিতীর গ্রামের গাড়ি চালক লিটন মিয়ার ছেলে। ৪ ভাইবোনের মধ্যে শিমন ৩য়। থাকতো মুগদার মান্ডা শাহা-আলমের গলিতে। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *