December 26, 2024
জাতীয়

রাজধানীতে ম্যানহোলে বিস্ফোরণ

দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে ম্যানহোলে বিস্ফোরণ ঘটে মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এরা হলেন- জোহরা বেগম (৪০) ও তার মেয়ে নাফিজা আক্তার (১২) এবং পথচারী মিরাজ (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের এশিয়া চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলে এ বিস্ফোরণ ঘটে।
ঢামেকে ভর্তি জোহরা জানান, তারা ওই এলাকায় থাকেন। তার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাফিজাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন। হাসপাতালের সামনের রাস্তায় তারা দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ম্যানহোলটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনই আশঙ্কামুক্ত। ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ম্যানহোলে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *