November 28, 2024
জাতীয়

রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোররাতে হাজারীবাগের শিকদার মেডিকেলের সামনের সড়কে র‌্যাবের একটি চেকপোস্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফীনের ভাষ্য। নিহত নাদিম বাহাদুরের (৩৮) বাড়ি শরীয়তপুরে। ঢাকায় তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে থানায় মাদক আইনের নয়টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে র‌্যাব।

নাজমুল আরেফীন বলেন, রাতে শিকদার মেডিকেলের সামনে চেকপোস্ট বসিয়ে র‌্যাবের তল­াশি চলছিল। ভোর সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে কর্তব্যরত র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু মোটরসাইকেল আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। আরেকজন তখন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের সঙ্গে থাকা আইডি কার্ড থেকে তার নাম-পরিচয় জানা যায় বলে নাজমুল আরেফীনের ভাষ্য। তিনি বলেন, ঘটনাস্থলে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ‘বেশকিছু’ মাদক পাওয়া গেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *