রাজধানীতে পরিত্যক্ত স্থানে মিললো জীবিত নবজাতক
রাজধানীর বিমানবন্দর বলাকা ভবন রাস্তা সংলগ্ন ঝোপঝাড় থেকে একটি জীবিত নবজাতকে (মেয়ে) উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক দুই থেকে তিন দিন।সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই নবজাতটিকে উদ্ধার করা হয়। দুপুরের পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রাজিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বলাকা ভবনের এক কর্মী রেহানা সেখানে পরিষ্কার করতে গিয়ে ওই নবজাতকটিকে দেখতে পায়। পরে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি। নবজাতকটি এখন পর্যন্ত ভালো আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, নবজাতকটির চিকিৎসা চলছে। তাকে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।