রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান
দক্ষিণাঞ্চল ডেস্ক
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুলতান আহমেদকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে এসব নিয়োগের কথা জানায়।
রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আব্দুর রহমানের মেয়াদ গত ১৪ মে শেষ হয়েছে। বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুলতান আহমেদ রাজউকে আব্দুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে সুলতান আহমেদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।