রাঙামাটির কাপ্তাই লেকে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু
রাঙামাটির কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ফাগুনের প্রথম দিন শুক্রবার সকালে রাঙামাটি ডিসি বাংলো এলাকা থেকে সুবলং যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় হাসপাতালে পাঁচজনের মরদেহ আনা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।এদিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) পিকনিকের একটি নৌকা ডুবে গেছে।
ওই নৌকার অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)।
পুলিশ কর্মকর্তা ছুফি উল্লাহ বলেন, “কাপ্তাইয়ে পৃথক নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজের খবর জেনেছি। সেখানে নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।”