December 23, 2024
জাতীয়

রাঙামাটিতে নিহতদের পরিচয় শনাক্ত হয়নি

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাঙামাটির রাজস্থলীতে গোলাগুলিতে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হলেও পরিচয় শনাক্ত করা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে রাজস্থলী থানা পুলিশ লাশ তিনটি রাজস্থলী থেকে রাঙামাটিতে নিয়ে আসে। পরে লাশগুলো রাঙামাটি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রাজস্থলী থানার ওসি মফজল বলেন, লাশগুলোর দাবিদার এখনও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কাউকে পাওয়া না গেলে আমরা লাশগুলো রাঙামাটি পৌর কর্তৃপক্ষকে শেষকৃত্যের জন্য বুঝিয়ে দেব।

সোমবার সন্ধ্যার পর রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুপক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *