January 21, 2025
খেলাধুলা

রাকিবুলের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল আকবরবাহিনী।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১০ম ম্যাচে গতকাল মঙ্গলবার পচেফস্ট্রমে শুরুতে ব্যাট করতে নেমে রাকিবুল হাসানের হ্যাটট্রিকে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ৭ উইকেট আর ২০০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। স্কোর বোর্ডে কোনো রান যুক্ত হওয়ার আগেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। এরপর দলীয় ৩৫ রানের মধ্যে বিদায় নেন শামিম হসান (১০) ও ওপেনার পারভেজ হোসেন ইমনও (২৫)।

শুরুতে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে নেন তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার মুহূর্তে ৪৮ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন জয়। আর ২৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।

এর আগে বাংলাদেশের রাকিবুল, শরিফুল, সাকিবদের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস। মাত্র ২১ রানেই ৪ উইকেট হারানো স্কটিশদের উজ্জাইর শাহ (২৮), আঙ্গুস গাই (১১) ও জ্যামি কেয়ার্নস (১৭) ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।

স্কটিশদের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ বাংলাদেশের রাকিবুল। চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন ১৭ বছর বয়সী এই স্পিনার। স্কটিশ ইনিংসের ২৪তম ওভারে বাঁ-হাতের ঘূর্ণিতে পরপর তিন উইকেট নেন তিনি।

যুবা টাইগার বোলারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। স্কোরবোর্ডে ৫২ রান জমা করতেই তারা হারিয়ে ফেলে টপ-অর্ডারের পাঁচ উইকেট।

এ সময় ইনিংসের ২৪তম ওভার করতে আসেন রাকিবুল। স্কটিশদের রান তখন ৬৭। ইনিংসে ২৩.৩ ওভারে কেস সাজ্জাদকে (৭) বোল্ড করার মধ্য দিয়ে শিকার শুরু করেন রাকিবুল। পরের বলে এলবিডবিøউ’র ফাঁদে ফেলেন লিলে রবার্টসনকে (০)। এরপরের বলেই বোল্ড করেন চার্লি পিটকে (০)।

পরে অবশ্য স্কটিশদের শেষ উইকেট জেমি কেয়ার্নসকেও (১৭) সাজঘরে ফিরিয়েছেন রাকিবুল। তার ঘূর্ণিতে কাবু স্কটল্যান্ডের যুবারা ৩০.৩ ওভারে গুটিয়ে যায় ৮৯ রানে। ৫.৩ ওভারে ২০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রাকিবুল।

রাকিবুল ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ও সাকিব। আর ১টি করে উইকেট নিয়েছেন শামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রæপের শীর্ষে এখন বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়েকে হারিয়ে আসরে নিজেদের শুভসূচনা করেছিল টাইগার যুবারা।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *