রমেশের ৫ উইকেট, প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে গেলো পাকিস্তান
অফস্পিনার রমেশ মেন্ডিস একাই নিলেন ৫ উইকেট। তাতে গলে নিজেদের প্রথম ইনিংসে ২৩১ রানেই গুটিয়ে গেলো পাকিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসেই ১৪৭ রানের বড় ব্যবধানে পিছিয়ে গেছে সফরকারীরা।
পাকিস্তানের ইনিংসে একমাত্র হাফসেঞ্চুরিয়ান আঘা সালমান। ৬২ রান করে তিনিই দ্বিতীয় দিনের শেষ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় দিনে পাকিস্তানকে দুইশ পার করে দিয়েছেন লোয়ার অর্ডারের ইয়াসির শাহ (২৬) আর হাসান আলি (২১)।
রমেশ মেন্ডিস ৪৭ রান খরচায় নেন ৫ উইকেট। ৮০ রানে ৩ উইকেট শিকার প্রভাত জয়সুরিয়ার।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নাসিম শাহর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন নিরোশান ডিকভেলা (১৫)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ওসাদা ফার্নান্ডো ৯ আর কুশল মেন্ডিস শূন্য রানে অপরাজিত আছেন। লঙ্কানদের লিড এখন ১৭৭ রানের।