November 27, 2024
আন্তর্জাতিক

রমজানে গান বাজানোয় রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান

আফগানিস্তানে এক এক করে মেয়েদের উচ্চশিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থানসহ অনেক অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। তালেবান শাসনে কঠোর নজর রাখা হচ্ছে আফগান নারীদের ওপর। খবর আল-জাজিরার।

দেশটিতে সব বাধা অতিক্রম করে নারী পরিচালিত একটি রেডিও স্টেশন কোনো মতে চলছিল। এবার সেটাও বন্ধ করে দিলো তালিবান। ‘অভিযোগ’ রমজান মাসে গান শোনানো হয়েছিল ওই রেডিও স্টেশনে। যদিও কর্মীদের দাবি, ‘সবটাই ষড়যন্ত্র’।

‘সাদাই বানোয়ান’। দারি ভাষায় এই শব্দের অর্থ, মহিলাদের কণ্ঠস্বর। আফগানিস্তানের একমাত্র নারী পরিচালিত রেডিও স্টেশন ছিল এটি। বছর দশেক আগে তাদের পথচলা শুরু হয়। ৮ জন কর্মী কাজ করতেন। তাদের মধ্যে ৬ জনই নারী।

বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি জানিয়েছেন, রমজান মাসে বহু বার সংগীত সম্প্রচার করে রেডিও স্টেশনটি আইন ভেঙেছে। ভবিষ্যতে আইন মানার প্রতিশ্রুতি দিলে তাদের ফের কাজ করতে দেওয়া হবে।

যদিও রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সোরোশ বলেন, আমরা কোনো গান বাজাইনি।

এদিকে তিন ব্রিটিশ নাগরিক বর্তমানে আফগানিস্তানে তালেবানের হাতে আটক রয়েছে বলে একটি মানবাধিকার সংস্থা বিবিসিকে জানিয়েছে। যুক্তরাজ্যের অলাভজনক সংস্থা প্রেসিডিয়াম নেটওয়ার্ক জানিয়েছে, তালেবানের হেফাজতে থাকা তিন ব্রিটিশ নাগরিকের মধ্যে একজন কেভিন কর্নওয়েল।

প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস জানিয়েছেন, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি মিডেলসব্রাগের বাসিন্দা। তিনি আরও জানান, কর্নওয়েল ও অপর এক ব্যক্তিকে গত ১১ জানুয়ারিতে আটক করে তালেবান। এছাড়া আরও এক ব্রিটিশ নাগরিককেও আটক করা হয়েছে।

শেয়ার করুন: